News:

বি,কে,নগর বঙ্গবন্ধু কলেজটি ১৯৯৮ সালের ৩রা জুলাই তৎকালীন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মাস্টার মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন। কলেজটি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের গর্ব পদ্মা সেতুর জাজিরা প্রান্তের দোড় গোড়ায় ( প্রায় ৪কি,মি উত্তরে) অবস্থিত। ২০১০ কলেজটি এমপিওভূক্ত হয় এবং ২০১৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি করণের ঘোষনা দেন এবং ২০১৮ সালের ৮ই আগষ্ট জাতীয় করণের জিও ঘোষনা করা হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এবং স্নাতক (পাস) কোর্সে  বিএ, ও বিবিএস কোর্স চালু আছে। উভয় বিভাগ মিলে কলেজের বর্তমান ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ১৬০০। পাবলিক পরীক্ষার ফলাফল প্রতিবছর জেলার মধ্যে অন্যতম। পদ্মাসেতুর জাজিরা প্রান্তের নাওডোবা থেকে শরীয়তপুর শহর পর্যন্ত একটি ফোর লেন রাস্তার নির্মান কার্যক্রম শুরু হয়েছে  যেটি কলেজের সামন ( পশ্চিম প্রান্ত) দিয়ে চলে গেছে। কলেজটির অবকাঠামো মোটামুটি ভালো। এর একটি চার তলা ভবন (কম্পিউটার ল্যাব সহ), একটি তিনতলা ভবন এবং একটি দোতলা ভবন রয়েছে।